বাংলার সামনে বড় চ্যালেঞ্জ অনুপ্রবেশ : প্রধানমন্ত্রী
মালদা, ১৭ জানুয়ারি (হি.স.): মালদার জনসভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বাংলার সামনে বড় চ্যালেঞ্জ অনুপ্রবেশ। প্রধানমন্ত্রী বলেন, দুনিয়ার সমৃদ্ধ দেশ, যেখানে টাকার অভাব নেই, তারাও অনুপ্রবেশকারীদের বার করে দি
প্রধানমন্ত্রী


মালদা, ১৭ জানুয়ারি (হি.স.): মালদার জনসভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বাংলার সামনে বড় চ্যালেঞ্জ অনুপ্রবেশ। প্রধানমন্ত্রী বলেন, দুনিয়ার সমৃদ্ধ দেশ, যেখানে টাকার অভাব নেই, তারাও অনুপ্রবেশকারীদের বার করে দিচ্ছে। ওদের বাইরে পাঠানো উচিত কি না? কিন্তু তৃণমূল সরকার থাকতে তা কি সম্ভব? ওরা কি করবে? আপনাদের অধিকার কি রক্ষা করবে? আপনাদের জমি, বোন-মেয়েদের কি রক্ষা করবে? অনুপ্রবেশকারীদের কে বার করবে? তৃণমূলের সিন্ডিকেট বহু বছর ধরে অনুপ্রবেশকারীদের ভোটার করার খেলা করছে। ওরা গরিবদের অধিকার ছিনিয়ে নেয়। যুবকদের কাজ ছিনিয়ে নেয়। বোনদের উপর অত্যাচার করেছে। দেশে সন্ত্রাস, হিংসা আনছে। জনসংখ্যার ভারসাম্য নষ্ট হচ্ছে। ভাষার ফারাক আসছে কিছু জায়গায়। মালদহ, মুর্শিদাবাদের অনেক জায়গায় হিংসা বাড়ছে। অনুপ্রবেশকারী এবং সত্ত্বাধারীদের জোট ভাঙতে হবে। বিজেপি সরকার হলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ হবে।’’

প্রধানমন্ত্রী বলেন, মোদীর গ্যারান্টি, মতুয়া, যাঁরা প্রতিবেশী দেশে ধর্মের কারণে হিংসার শিকার হয়ে এখানে এসেছেন, তাঁরা ভয় পাবেন না। মোদী সিএএ-র মাধ্যমে শরণার্থীদের সুরক্ষা দিয়েছে। এখানে যে বিজেপি সরকার হবে, তারা মতুয়া, নমশূদ্র শরণার্থীদের বিকাশের কাজে গতি আনবে। বাংলায় পরিবর্তন আনার দায়িত্ব রয়েছে মা-বোন, যুবকদের।’’

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande