ভারত সেবাশ্রম সঙ্ঘের সহসভাপতি ও বাঁকুড়া আশ্রমের অধ্যক্ষ স্বামী অরূপানন্দ মহারাজের মহাপ্রয়াণ
বাঁকুড়া, ১৭ জানুয়ারি (হি.স.): ভারত সেবাশ্রম সঙ্ঘের সহসভাপতি ও বাঁকুড়া আশ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রণপুরুষ ও অধ্যক্ষ স্বামী অরূপানন্দ মহারাজ শুক্রবার গভীর রাতে ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তাঁর প্রয়াণে সঙ্ঘ পরিবারসহ বাঁকু
ভারত সেবাশ্রম সঙ্ঘের সহসভাপতি ও বাঁকুড়া আশ্রমের অধ্যক্ষ স্বামী অরূপানন্দ মহারাজের মহাপ্রয়াণ


বাঁকুড়া, ১৭ জানুয়ারি (হি.স.): ভারত সেবাশ্রম সঙ্ঘের সহসভাপতি ও বাঁকুড়া আশ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রণপুরুষ ও অধ্যক্ষ স্বামী অরূপানন্দ মহারাজ শুক্রবার গভীর রাতে ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তাঁর প্রয়াণে সঙ্ঘ পরিবারসহ বাঁকুড়া জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বামী অরূপানন্দ মহারাজ স্বামী প্রণবানন্দ মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করেন এবং গুরুর নির্দেশেই বাংলায় হিন্দু সংগঠন বিস্তারের লক্ষ্যে বাঁকুড়ায় আসেন। বাঁকুড়া শহরের রামপুর স্কুলডাঙা এলাকায় ভারত সেবাশ্রম সঙ্ঘের শাখা প্রতিষ্ঠা করে তিনি গুরু-নির্দেশিত কর্মযজ্ঞ শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তাঁর স্নেহ, ত্যাগ ও সেবার আদর্শে শহরের মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নেন তিনি। তাঁর ঐকান্তিক প্রচেষ্টাতেই বাঁকুড়া শহরের কেন্দুয়ডিহিতে গড়ে ওঠে বিশাল আশ্রম, যা আজ সেবাশ্রম সঙ্ঘের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। বাঁকুড়া ছাড়াও সারা ভারত জুড়ে সঙ্ঘের কার্যক্রম বিস্তারে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর উদ্যোগে বিভিন্ন স্থানে গড়ে ওঠে হিন্দু মিলন মন্দির ও ভারত সেবাশ্রম সঙ্ঘের শাখা।

আমৃত্যু তিনি ভারত সেবাশ্রম সঙ্ঘের সহসভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন। পাশাপাশি তিনি সঙ্ঘের মুখপত্র ‘প্রণব’ পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্বও পালন করেন। ধর্মীয় সাহিত্যচর্চায়ও তিনি ছিলেন নিবেদিতপ্রাণ— ছোটদের রামায়ণ সহ একাধিক ধর্মীয় গ্রন্থ তাঁর রচনার মধ্যে উল্লেখযোগ্য। সারা দেশজুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য শিষ্য ও অনুরাগী।

তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শনিবার সকাল থেকেই দূরদূরান্ত থেকে বহু ভক্ত ও শিষ্য আশ্রম প্রাঙ্গণে উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান। আরএসএস, হিন্দু মহাসভা, বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর মরদেহে মাল্যদান করা হয়।

পরবর্তীতে এক বিশাল শবযাত্রার মাধ্যমে তাঁর পার্থিব দেহ বাঁকুড়া লক্ষ্যাতড়া মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়, সেখানেই সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। স্বামী অরূপানন্দ মহারাজের প্রয়াণে ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকে গভীর শোকপ্রকাশ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande