
রাজগড়, ১৭ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় শনিবার দুপুরে এক পুলিশি অভিযানে দুই বাইক আরোহীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে প্লাস্টিকের ক্যানে ভর্তি ৮০ লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নবীন দশেরা মাঠ এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই শকিল (২৮) এবং অশোক (২৮) নামে দুই যুবককে পাকড়াও করা হয়। তল্লাশি চালিয়ে তাদের বাইক থেকে ৮০ লিটার অবৈধ মদ উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য কয়েক হাজার টাকা। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য