প্রাক্তন প্রেমিকাকে হুমকি, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিনজনকে আদালতের পেশ
সোনারপুর, ১৭ জানুয়ারি (হি. স.): প্রাক্তন প্রেমিকাকে আগ্নেয়াস্ত্রের ছবি দেখিয়ে খুনের হুমকি দিয়ে পুলিশের জালে অভিযুক্ত সহ তিন দুষ্কৃতি। ধৃতদের কাছ থেকে উদ্ধার দুটি বন্দুক ও তিন রাউণ্ড গুলি। সোনারপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের । ঘ
প্রাক্তন প্রেমিকাকে হুমকি, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিনজনকে আদালতের পেশ


সোনারপুর, ১৭ জানুয়ারি (হি. স.): প্রাক্তন প্রেমিকাকে আগ্নেয়াস্ত্রের ছবি দেখিয়ে খুনের হুমকি দিয়ে পুলিশের জালে অভিযুক্ত সহ তিন দুষ্কৃতি। ধৃতদের কাছ থেকে উদ্ধার দুটি বন্দুক ও তিন রাউণ্ড গুলি। সোনারপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরের ঘাসিয়ারা এলাকায়। ধৃতদের শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুচিস্মিতা সর্দার নামে এক তরুণী সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রাক্তন প্রেমিক গৌতম গায়েনের বিরুদ্ধে। অভিযোগে তিনি জানান যে অভিযুক্ত বিগত কয়েক মাস ধরে তাঁকে ক্রমাগত হুমকি দিয়ে আসছিল এবং অর্থের দাবিতে তাঁকে শারীরিকভাবে নির্যাতনও করে। অভিযোগকারিণী টাকা দিতে অস্বীকার করলে এবং তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিলে, গত ১৪ জানুয়ারির সন্ধ্যায় অভিযুক্ত গৌতম সোনারপুর থানার অধীন ঘাসিয়াড়া এলাকায় তাঁর বাড়িতে এসে তাঁকে মারধর করে এবং ভয়াবহ পরিণতির হুমকি দেয়। সেই সময় অভিযুক্ত তার মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি দেখায়। সেই আগ্নেয়াস্ত্র দিয়ে খুনের হুমকি দেয় শুচিশ্মিতাকে। এরপরেই সোনারপুর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগ পেয়ে সোনারপুর থানার পুলিশ সঙ্গে সঙ্গে তদন্তে নামে। গত ১৫ জানুয়ারি গ্রেফতার করা হয় গৌতমকে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ হাসু রহমান লস্কর ও মনিরুল শেখ নামে জয়নগর থানার বহুরু এলাকার দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকেই উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র তারা পেল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande