
কলকাতা, ১৭ জানুয়ারি (হি. স.) : অন্নদা ঠাকুরের আদ্যাপীঠে ফের মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল। শনিবার দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘ আদ্যাপীঠ মন্দিরের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী, প্রতিষ্ঠাতা শ্রীমৎ অন্নদা ঠাকুরের ১৩৬তম জন্মবার্ষিকী এবং ১০৬তম সিদ্ধোৎসব উপলক্ষে দিনভর নানা ধর্মীয় ও সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এই উপলক্ষে প্রায় ৮ হাজার দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের তরফে ৩ হাজার দরিদ্র মানুষকে কম্বল এবং ৫ হাজার দুঃস্থ শিশুকে নতুন পোশাক প্রদান করা হয়। মানবসেবাকে ধর্মরূপে দর্শনের জন্য অন্নদা ঠাকুরের আদর্শ অনুসরণ করেই এই কর্মসূচি বলে জানান আয়োজকেরা। সারা বছর ধরে চলা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে এই অনুষ্ঠানটি আদ্যাপীঠের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় উদ্যোগ হিসেবেই পরিচিত।
এর পাশাপাশি এদিন “সর্বধর্মের ভ্রাতৃত্ব ও ঐকতান” শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভার উদ্বোধন করেন আদ্যাপীঠ মন্দিরের সম্পাদক ও ট্রাস্টি ব্রহ্মচারী মুরলী ভাই। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী বেচারাম মান্না, প্রাক্তন রাজ্যপাল শ্যামল কুমার সেনসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। বক্তারা স্বামী বিবেকানন্দের ‘শিবজ্ঞানে জীবসেবা’র আদর্শ ও সর্বধর্ম সমন্বয়ের বার্তাকে বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত