
জম্মু, ১৭ জানুয়ারি (হি. স.) : জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক শনিবার দুই দিক থেকেই যান চলাচলের জন্য খোলা থাকলেও অনেক স্থানে ভারী যানজটের কারণে যাত্রী ও মালবাহী যানবাহনে দেরি হয়েছে।
এদিন এক যানবাহন আধিকারিক জানান , সড়ক খোলা থাকা সত্ত্বেও যানবাহনের অতিরিক্ত সংখ্যা এবং চালকদের বারবার ওভারটেকিং করার কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ এবং সংকীর্ণ স্থানে যানজট তৈরি হয়েছে। চলাচলের ধীরগতি বিশেষত পাহাড়ি ও সংবেদনশীল এলাকায় যাত্রী ও মালবাহী যানবাহনের জন্য অসুবিধার কারণ হয়েছে।
যানজট এড়াতে পুলিশ চালকদের সতর্ক করে লেনে থাকা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অপ্রয়োজনীয় ওভারটেকিং থেকে বিরত থাকার জন্য বলেন।
তিনি আরও জানিয়েছেন, অনিয়মিত ওভারটেকিং কেবল যান চলাচল ব্যাহত করে না, পাহাড়ি এলাকায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য