এসআইআর নিয়ে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, আগুন নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় : লকেট
​দুর্গাপুর, ১৭ জানুয়ারি (হি. স.) : ভোটার তালিকা বিশেষ পর্যালোচনার নামে রাজ্য সরকার সাধারণ মানুষকে বিভ্রান্ত ও আতঙ্কিত করছে বলে অভিযোগ তুললেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শনিবার দুর্গাপুরে আয়োজিত এক
এসআইআর নিয়ে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, আগুন নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় : লকেট


​দুর্গাপুর, ১৭ জানুয়ারি (হি. স.) : ভোটার তালিকা বিশেষ পর্যালোচনার নামে রাজ্য সরকার সাধারণ মানুষকে বিভ্রান্ত ও আতঙ্কিত করছে বলে অভিযোগ তুললেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শনিবার দুর্গাপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলছেন। সাধারণ মানুষ সব দেখছে, এর উপযুক্ত জবাব আগামী নির্বাচনেই পাওয়া যাবে।”

​মুর্শিদাবাদের বেলডাঙার সাম্প্রতিক অশান্তির কথা উল্লেখ করে লকেট দাবি করেন, এসআইআর আবহে রাজ্যের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। তাঁর অভিযোগ, দেশের অন্যান্য রাজ্যেও নির্বাচন ও তালিকা যাচাইয়ের কাজ হয়েছে, কিন্তু কোথাও হিংসার ঘটনা ঘটেনি। একমাত্র পশ্চিমবঙ্গেই শাসকদলের আশ্রয়ে অশান্তি ছড়ানো হচ্ছে। লকেট আরও বলেন, “সংবাদমাধ্যমকেও ছাড় দেওয়া হচ্ছে না। গতকাল এক মহিলা সংবাদকর্মীর ওপর হামলার পর আজ আরও কয়েকজন আক্রান্ত হয়েছেন।”

​তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “৩৪ বছরের বাম আমলে সিপিএম মানুষের রক্ত খেতে ভালোবাসত, আর গত ১৫ বছরে তৃণমূল সেই সীমা চারগুণ ছাড়িয়ে গেছে।” তাঁর অভিযোগ, এসআইআর- কে কেন্দ্র করে ভয় দেখিয়ে এবং প্রশাসনিক চাপ সৃষ্টি করে অবৈধভাবে নাম তোলার চেষ্টা চলছে। লকেট চট্টোপাধ্যায়ের দাবি, অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় ঢোকানোর উদ্দেশ্যেই এই পরিকল্পিত অশান্তি করা হচ্ছে।

​কলকাতার ১০৯ নম্বর ওয়ার্ডের এক বুথ স্তরের আধিকারিকের মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি স্থানীয় পুরপ্রতিনিধি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনেন। লকেটের দাবি, “অশোক দাস নামে ওই কর্মীকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে। পুরপ্রতিনিধি এবং তাঁর ঘনিষ্ঠরা অবৈধ কাজের জন্য তাঁর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছিলেন।”

​বেলডাঙার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে লকেট বলেন, “৩০ ঘণ্টা পার হওয়ার পর কেন পদক্ষেপ করা হলো? পুলিশের লাঠি কি এতদিন সচিবালয়ের আলমারিতে তোলা ছিল?” সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অশান্তির রাজনীতির জবাব সাধারণ মানুষ সময়মতো দেবেন।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande