বিধানসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরে পুলিশে বড় রদবদল
মেদিনীপুর, ১৭ জানুয়ারি ( হি. স.) : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক স্তরে রদবদলের প্রক্রিয়া আরও জোরদার হলো। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। গত ৯ জানুয়ারির পর, মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ
বিধানসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরে পুলিশে বড় রদবদল


মেদিনীপুর, ১৭ জানুয়ারি ( হি. স.) : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক স্তরে রদবদলের প্রক্রিয়া আরও জোরদার হলো। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। গত ৯ জানুয়ারির পর, মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার রদবদল করা হল। পুলিশ সূত্রে খবর, নতুন এই নির্দেশের মাধ্যমে মোট ১১ জন এসআই বিভিন্ন থানার দায়িত্বে স্থানান্তরিত করা হয়েছে।

জেলা পুলিশ সদর দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মূলত বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্তরে এই পরিবর্তন আনা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ৯ জানুয়ারি ১৫ জন আধিকারিককে বদলি করা হয়েছিল। পুলিশ বিভাগের মতে, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এটি একটি 'স্বাভাবিক প্রক্রিয়া', যার মূল লক্ষ্য হলো নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখা।

শুক্রবার রাতের তালিকা অনুযায়ী নবনিযুক্ত আধিকারিকদের তালিকা:

সুকুমান টুডু : পাঁশকুড়া থানা থেকে ভবানীপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক।

পীযূষ কান্তি মন্ডল : ভবানীপুর থানা থেকে মহিষাদল থানার দায়িত্ব পেয়েছেন।

আবুল মর্জান : মন্দারমণি কোস্টাল থানা থেকে পটাশপুর থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

সন্তু নস্কর: মহিষাদল থেকে রামনগর থানার নতুন ভারপ্রাপ্ত আধিকারিক।

সুজয় আশ: পটাশপুর থেকে মারিশদা থানার দায়িত্ব সামলাবেন।

প্রভাকর নায়ক : কাঁথি থানা থেকে ভূপতিনগর থানায় স্থানান্তরিত।

দীপক চক্রবর্তী: এগরা থেকে দিঘা মোহনা কোস্টাল থানার দায়িত্ব পেয়েছেন।

প্রবীর সাহা: দিঘা মোহনা থেকে পাঁশকুড়া থানায় বদলি।

নাড়ুগোপাল বিশ্বাস: রামনগর থেকে পাঁশকুড়া থানায় পাঠানো হয়েছে।

উজ্জ্বল নস্কর: মারিশদা থেকে এগরা থানায় স্থানান্তরিত।

উল্লেখ্য, ৯ জানুয়ারির প্রথম দফার রদবদলের পর অনেক আধিকারিকের কর্মক্ষেত্র পুনরায় পরিবর্তিত হয়েছে। উদাহরণস্বরূপ, সন্তু নস্করকে আগে মহিষাদলে পাঠানো হলেও নতুন তালিকায় তাঁকে রামনগরের দায়িত্ব দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande