
চণ্ডীগড়, ১৭ জানুয়ারি (হি.স.) : পঞ্জাবের বাথিন্ডা জেলায় শনিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় একজন মহিলা পুলিশকর্মীও নিহত হয়েছেন।
এক পুলিশ আধিকারিক জানিয়েছে, তারা গুজরাট থেকে শিমলা ঘুরে ফেরার পথে বাথিন্ডায় থামেন।তারা ডাবওয়ালির দিকে যাওয়ার সময় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। মৃতদের মধ্যে রয়েছে অর্জুন, সতীশ, জনক, ভারত এবং অমিতা বান। যারা গুজরাটের বনসকান্তার জেলার বাসিন্দা।
তিনি আরও জানান, অমিতা গুজরাট পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।ইতিমধ্যেই পুলিশ নিহতদের পরিবারকে জানানো হয়েছে।
পুলিশ সুপার জানান, দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দুর্ঘটনার কারণ স্পষ্ট করতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য