বাংলায় বিজেপির সরকার হলেই বন্ধ হবে তৃণমূলের দুর্নীতি, কটাক্ষ প্রধানমন্ত্রীর
মালদা, ১৭ জানুয়ারি (হি.স.): বাংলায় বিজেপির সরকার হলেই বন্ধ হবে তৃণমূলের দুর্নীতি, কটাক্ষ করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদার জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন বিকশিত ভারত হওয়ার লক্ষ্যে। পূর্ব ভারতের বিকাশ খুব জরুরি। হিংসার রা
প্রধানমন্ত্রী


মালদা, ১৭ জানুয়ারি (হি.স.): বাংলায় বিজেপির সরকার হলেই বন্ধ হবে তৃণমূলের দুর্নীতি, কটাক্ষ করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদার জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন বিকশিত ভারত হওয়ার লক্ষ্যে। পূর্ব ভারতের বিকাশ খুব জরুরি। হিংসার রাজনীতি যারা করে, তারা বিকাশ আটকে রেখেছিল। বিজেপি এই রাজ্যগুলিকে হিংসার রাজনীতি করা লোকজনের থেকে মুক্ত করেছে। পূর্ব ভারতের রাজ্যগুলির বিশ্বাস যদি কারও সঙ্গে থাকে, তা হলে তা হল বিজেপি।’’

প্রধানমন্ত্রী বলেন, বিজেপি দেশে সুশাসন এবং বিকাশের নতুন মডেল এনেছে। এখন পুরো দেশে জনতা তাদের আশীর্বাদ দিচ্ছে। কাল মহারাষ্ট্রে পুরসভা ভোটের ফল বেরিয়েছে। বিজেপি ঐতিহাসিক জয় পেয়েছে। পৃথিবীর অন্যতম বড় শহর মুম্বইয়ের পুরসভা, বিএমসি-তে প্রথম বার বিজেপি রেকর্ড জয় পেয়েছে। তিরুবনন্তপুরমে বিজেপির মেয়র হয়েছে। যেখানে বিজেপির ভোট জয় অসম্ভব মনে করা হত, সেখানেও বিজেপি সমর্থন পাচ্ছে। এর থেকে স্পষ্ট, জেন জ়ি, ভোটারেরা বিজেপির উপর ভরসা করে।’’

প্রধানমন্ত্রী বলেন, বাংলার সব গৃহহীন ঘর পান। নল থেকে সকলে জল পান, মুক্ত রেশন পান, যে যোজনা কেন্দ্র গরিবদের জন্য তালু করেছে, আমি চাই, বাংলার মানুষ তার সুবিধা পাক। আপনাদের সেগুলি পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু তা হচ্ছে না। তৃণমূল সরকার নির্দয়। নির্মম। কেন্দ্রীয় সরকার গরিবদের জন্য যে টাকা দেয়, তা তৃণমূলের লোকজন লুটে নেয়। তৃণমূলের লোক বাংলার গরিবদের শত্রু। ওরা আপনাদের কষ্ট নিয়ে চিন্তা করে না। নিজেদের সিন্দুক ভরছে। আমি চাই, বাকি দেশের মতো বাংলার গরিব মানুষজনও ৫ লক্ষ টাকার মুক্ত চিকিৎসা পান। আয়ুষ্মান ভারত চালু হোক। কিন্তু আজ বাংলা দেশের একমাত্র রাজ্য, যেখানে ৫ লক্ষ টাকার যোজনা আয়ুষ্মান যোজন লাগু হতে দেয়নি।’’

প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার দেশে মুক্ত বিদ্যুৎ যোজনা চালু করেছে। লক্ষ লক্ষ পরিবার সুবিধা পাচ্ছে। ছাদে সৌর প্রকল্প বসিয়েছে। হাজার কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। আমি চাই, পশ্চিমবঙ্গে লক্ষ পরিবারও এই মুক্ত বিদ্যুৎ প্রকল্পের সুবিধা পাক। আপনার ঘরের বিদ্যুতের বিল শূন্য হোক। কিন্তু গরিবের ভাল হয়, এমন কাজ এখানকার তৃণমূল সরকার করতে দেয় না। বলুন, সুবিধা পাওয়া উচিত কি না! কে বাধা দিচ্ছে? যে বাধা দিচ্ছে, তাকে হঠাবেন তো? তখনই বাংলার লোকের ভাল হবে, যখন বাধা দেওয়া তৃণমূলের বদলে উন্নয়নকারী বিজেপি সরকার আসবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande