মুম্বইয়ে বিজেপি জিতেছে, এটা ধরে নেওয়া উচিত নয়; মন্তব্য সঞ্জয় রাউতের
মুম্বই, ১৭ জানুয়ারি (হি.স.): বৃহন্মুম্বই পৌর নিগম (বিএমসি)-এর ভোটের ফলাফল প্রসঙ্গে মুখ খুললেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর কথায়, মুম্বইয়ে বিজেপি জিতেছে, এটা ধরে নেওয়া উচিত নয়। শনিবার সঞ্জয় রাউত বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর (
সঞ্জয় রাউত


মুম্বই, ১৭ জানুয়ারি (হি.স.): বৃহন্মুম্বই পৌর নিগম (বিএমসি)-এর ভোটের ফলাফল প্রসঙ্গে মুখ খুললেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর কথায়, মুম্বইয়ে বিজেপি জিতেছে, এটা ধরে নেওয়া উচিত নয়। শনিবার সঞ্জয় রাউত বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর (দেবেন্দ্র ফড়নবিস) অসীম ক্ষমতা; তাঁর কাছে পুলিশ আছে, তাঁর হাতে আরও অনেক লোক এবং সম্পদ আছে, তাঁর কাছে টাকা আছে, তাঁর কাছে সবকিছু আছে। এমনকি যদি অন্য কোনও মুখ্যমন্ত্রী হতেন, ফলাফল একই রকম হত।

সঞ্জয় বলেন, সবচেয়ে বড় লড়াই ছিল মুম্বইতে। আমাদের ধরে নেওয়া উচিত নয় যে, বিজেপি মুম্বইতে জিতেছে। এটা ভারসাম্যপূর্ণ। এমএনএস কম আসন পেয়েছে; তাদের প্রায় ১৫টি পাওয়া উচিত ছিল, আমার মনে হয় এটাই। আমরা খুব কম ব্যবধানে ১০ থেকে ১৫টি আসন হেরেছি। কিন্তু বিএমসি-তে, বিরোধীদের শক্তি শাসক দলের সমান। আমাদের ভেতরে ১০৫ জন লোক আছে। এই লোকেরা কী করবে? তারা মুম্বই বিক্রি করতে পারবে না। আমরা সেখানে বসে আছি। আমাদের যদি প্রাণও দিতে হয়, তবুও আমরা এই ঠিকাদারদের শাসন শেষ করব।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande