
নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): শ্রীলঙ্কায় তৃতীয় বেইলি সেতু তৈরি করে দিলেন ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা। শ্রীলঙ্কার বি-৪৯২ হাইওয়ের ১৫ কিলোমিটারে ১২০ ফুট লম্বা তৃতীয় বেইলি সেতুটি সফলভাবে নির্মাণ করেছেন ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা। সেন্ট্রাল প্রদেশে অবস্থিত এই সেতুটি ক্যান্ডি এবং নুওয়ারা এলিয়া জেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে, ঘূর্ণিঝড় দিতওয়াহর তাণ্ডবে ধ্বংসযজ্ঞের পর এক মাসেরও বেশি সময় ধরে যোগাযোগ বন্ধ ছিল, যা অবশেষে পুনরুদ্ধার করা হয়েছে।
জাফনা এবং ক্যান্ডি অঞ্চলে দু'টি বেইলি সেতুর সফল উদ্বোধনের পর এই সাফল্য এসেছে। সম্মিলিতভাবে, এই প্রকৌশল প্রচেষ্টা সড়ক যোগাযোগ পুনরুদ্ধার করেছে, প্রয়োজনীয় পরিষেবাগুলি পৌঁছতে সাহায্য করেছে এবং ঘূর্ণিঝড় দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষজনকে অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণ প্রদান করা সম্ভব হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ