ঘন কুয়াশায় থমকে দিল্লি, একাধিক ট্রেন ও বিমান দেরিতে
নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): উত্তর ভারতে চলমান শৈত্যপ্রবাহের জেরে শনিবার সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় জাতীয় রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকা। এর ফলে রেল ও বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দ
ঘন কুয়াশায় থমকে দিল্লি, ১৭৭টি ট্রেন ও একাধিক বিমান দেরিতে


নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): উত্তর ভারতে চলমান শৈত্যপ্রবাহের জেরে শনিবার সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় জাতীয় রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকা। এর ফলে রেল ও বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা কমে যাওয়ায় একাধিক উড়ানে দেরি হয়েছে। একই সঙ্গে কুয়াশার প্রভাবে একাধিক ট্রেন নির্ধারিত সময়ের পরে চলেছে।

শনিবার দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান পরিচালনায় দেরি নিয়ে যাত্রীদের জন্য বিশেষ অ্যাডভাইজরি জারি করেছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার রেল সূত্রে জানা গেছে, বহু ট্রেন দুই থেকে আট ঘণ্টা পর্যন্ত দেরিতে চলছে। দিল্লি-এনসিআরের কম দৃশ্যমানতার কারণে দিল্লিগামী ও দিল্লি থেকে ছাড়া সব প্রধান ট্রেনই প্রভাবিত হয়েছে। প্রয়াগরাজ, লখনউ, কানপুর, গাজিয়াবাদ, মীরাট, আগ্রা ও ঝাঁসি ডিভিশনের ট্রেনগুলিতে সবচেয়ে বেশি দেরি লক্ষ্য করা গেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সিগন্যালিং ও লোকেশন দৃশ্যমানতা কমে যাওয়ায় ট্রেনগুলি নিয়ন্ত্রিত গতিতে চালানো হচ্ছে।

এদিকে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করেছে। তবে ন্যূনতম তাপমাত্রায় সামান্য উন্নতি হয়েছে—১৬ জানুয়ারি যেখানে তা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস, ১৭ জানুয়ারি সকালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ ডিগ্রিতে।

অন্যদিকে দিল্লির বায়ুদূষণ পরিস্থিতিও উদ্বেগজনক। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাতটার দিকে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (এ কিউ আই) ছিল ৩৬৮, যা ‘অতি খারাপ’ শ্রেণিতে পড়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande