
রায়পুর, ১৭ জানুয়ারি (হি.স.): নকশাল-মুক্ত ভারত অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। শনিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে দুই মাওবাদীর। বিজাপুর পুলিশ জানিয়েছে, শনিবার সকাল থেকে বিজাপুরের উত্তর-পশ্চিমাঞ্চলের জঙ্গলে ঘেরা পাহাড়ে নিরাপত্তা বাহিনী এবং নকশালদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ চলছে। কমান্ডার পাপারাও-সহ মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিআরজি, এসটিএফ এবং কোবরা টিমের যৌথ অভিযান শুরু হয়। সকাল থেকে মাঝেমধ্যে গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। দুই মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিযানটি সক্রিয় থাকাকালীন সংবেদনশীল বিবরণ গোপন রাখা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ