
দেহরাদূন, ১৭ জানুয়ারি (হি.স.) : পিথোরাগড়ের গাঙ্গোলিহাটে পরিবহন দফতরের উদ্যোগে শনিবার পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি আয়োজিত হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষ ও যানচালকদের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং যাঁরা নিয়ম মেনে দায়িত্বশীলভাবে যান চালান, তাঁদের সম্মান জানিয়ে উৎসাহিত করা।
অনুষ্ঠানে উপস্থিত এআরটিও (প্রয়োগ) শিবাংশ কান্দপাল বলেন, নিয়ম মানা চালকদের সম্মান জানানো অন্যান্যদের সচেতন করবে। নিরাপদ যান চলাচল নিশ্চিত করা শুধু দফতরের নয়, চালক ও সমাজেরও সম্মিলিত দায়িত্ব। পাশাপাশি তিনি চালকদের নেশামুক্ত থেকে গাড়ি চালানোর আহ্বান জানান এবং নাবালকদের হাতে কখনও গাড়ি না দেওয়ার জন্য কড়া বার্তা দেন।
কর্মসূচির সময় চালকদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের সমস্যার কথা শোনা হয় এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। তিনি বলেন, চালকদের সহযোগিতা ছাড়া দুর্ঘটনামুক্ত পিথোরাগড় ও উত্তরাখণ্ড গড়ে তোলা সম্ভব নয়। কর্মসূচির শেষে সচেতনতা ক্যালেন্ডার, পুস্তিকা ও মিষ্টি বিতরণ করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য