
উত্তর ২৪ পরগনা, ১৮ জানুয়ারি (হি.স.): এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দেগঙ্গার দক্ষিণ আবজানগরে। শনিবার রাতে কয়েক জন অচেনা লোক এসে বোমাবাজি করে বলে অভিযোগ কালাম আহমেদ নামে ওই বিজেপি কর্মীর। তিনি জানান, গত ১৪ জানুয়ারি ব্লক অফিসে তিনি এসআইআর প্রক্রিয়ার সাত নম্বর ফর্মের মাধ্যমে ১০০০ অবৈধ ভোটারের নামের তালিকা জানাতে গেলে বিডিও তা নিতে অস্বীকার করেন। ওই বিজেপি কর্মীর অনুমান, সে কারণে আক্রোশে বোমাবাজি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ পেলে পদক্ষেপ করা হবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ