আগতরলা রেল স্টেশনে পিস্তল ও মাদকসহ বিহারের দুই যুবক গ্রেফতার
আগরতলা, ১৮ জানুয়ারি (হি.স.) : রেল পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে আগরতলা রেল স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ বিহারের দুই যুবককে আটক করা হয়েছে। রবিবার আগরতলা–রানীকমলাপতি এক্সপ্রেসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিআইজি রতি রঞ্জন দেবনাথ
দুই যুবক গ্রেফতার


আগরতলা, ১৮ জানুয়ারি (হি.স.) : রেল পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে আগরতলা রেল স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ বিহারের দুই যুবককে আটক করা হয়েছে। রবিবার আগরতলা–রানীকমলাপতি এক্সপ্রেসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিআইজি রতি রঞ্জন দেবনাথ এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন, ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ১০০ শিশি ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। অভিযানে জিআরপি, আরপিএফ ও ত্রিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মীরা অংশ নেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম কার্তিক যাদব ও আমোদ যাদব। তারা বিহারের বাসিন্দা। এই ঘটনায় এনডিপিএস আইন ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande