সিবিআই দফতরে হাজিরা দিতে দিল্লির পথে বিজয়
চেন্নাই, ১৮ জানুয়ারি (হি.স.): তামিল অভিনেতা তথা তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) প্রধান বিজয় থালাপতিকে কারুর পদপিষ্ট-কাণ্ডে সোমবার ফের দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। রবিবার টিভিকে প্রধান বিজয় নিজের বাসভবন থেকে বেরিয়ে যান দিল্লির উদ্
সিবিআই দফতরে হাজিরা দিতে দিল্লির পথে বিজয়


চেন্নাই, ১৮ জানুয়ারি (হি.স.): তামিল অভিনেতা তথা তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) প্রধান বিজয় থালাপতিকে কারুর পদপিষ্ট-কাণ্ডে সোমবার ফের দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। রবিবার টিভিকে প্রধান বিজয় নিজের বাসভবন থেকে বেরিয়ে যান দিল্লির উদ্দেশে| প্রসঙ্গত, এর আগেও দিল্লির সিবিআই দফতরে হাজির হতে সমন পাঠানো হয় বিজয়কে। ১২ জানুয়ারি সেখানে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়। সিবিআই কর্তারা তাঁকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন বলে জানা গিয়েছিল|

উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে টিভিকে-র সমাবেশে প্রায় ৩০ হাজার সমর্থক জড়ো হয়েছিলেন। সেখানেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। নিহত হন ৪১ জন। প্রথমে ওই ঘটনার তদন্ত করছিল বিশেষ তদন্তকারী দল বা সিট। পরে সুপ্রিম কোর্ট নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়ায় মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। মাসদুয়েক আগে টিভিকে-র সদর দফতরেও হানা দেয় সিবিআই। সেদিন সেখানে কারা উপস্থিত ছিলেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য চান তদন্তকারীরা। সঙ্গে গোটা এলাকার সিসিটিভি ফুটেজও চাওয়া হয়। এর পর খোদ বিজয়কেই তলব করে সিবিআই।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande