সিঙ্গুরে ৮৩০ কোটি টাকার বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর
সিঙ্গুর, ১৮ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার হুগলির সিঙ্গুরের সরকারি অনুষ্ঠান থেকে ৮৩০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট স
সিঙ্গুরে ৮৩০ কোটি টাকার বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর


সিঙ্গুর, ১৮ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার হুগলির সিঙ্গুরের সরকারি অনুষ্ঠান থেকে ৮৩০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যার মধ্যে একটি অভ্যন্তরীণ জল পরিবহন টার্মিনাল এবং একটি রোড ওভার ব্রিজ অন্তর্ভুক্ত রয়েছে।

এদিনের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, গত ১১ বছরে, কেন্দ্রীয় সরকার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে অনেক বড় বিনিয়োগ করেছে। সাগরমালা প্রকল্পের আওতায়, এই বন্দরের যোগাযোগ উন্নত করার জন্য রাস্তাঘাটও নির্মাণ করা হয়েছে। এখন আমরা সকলেই এর ফলাফল দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, গতকাল, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পশ্চিমবঙ্গ থেকে চালু হয়েছে। বাংলায় প্রায় অর্ধ ডজন নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনও এসেছে। আজ আরও তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করা হয়েছে। এই ট্রেনগুলির মধ্যে একটি আমার সংসদীয় এলাকা, কাশী (বারাণসী) এবং বাংলার মধ্যে যোগাযোগ আরও জোরদার করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande