লরেটো কলেজে অনুষ্ঠিত টেরা কোয়েস্ট এর প্রথম সংস্করণ
কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): কখনও মেঘ বৃষ্টির রাজ্যে খরা। আবার কখনও মরুদেশে বন্যা। বদলে যাচ্ছে পরিবেশ, আবহাওয়া ও ভূপৃষ্ঠের চেনা ছবি। যা নিত্য বদল আনছে জীবন ও জীবিকায়। লরেটো কলেজের ভূগোল বিভাগ আয়োজিত ‘টেরা কোয়েস্ট: হোয়্যার মাইন্ডস মিট দ্য ওয়া
লরেটো কলেজে অনুষ্ঠিত টেরা কোয়েস্ট এর প্রথম সংস্করণ


কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): কখনও মেঘ বৃষ্টির রাজ্যে খরা। আবার কখনও মরুদেশে বন্যা। বদলে যাচ্ছে পরিবেশ, আবহাওয়া ও ভূপৃষ্ঠের চেনা ছবি। যা নিত্য বদল আনছে জীবন ও জীবিকায়। লরেটো কলেজের ভূগোল বিভাগ আয়োজিত ‘টেরা কোয়েস্ট: হোয়্যার মাইন্ডস মিট দ্য ওয়ার্ল্ড’-এর প্রথম সংস্করণে উঠে এল সেইসব তথ্য ও তত্ত্ব। “ল্যান্ডস্কেপস টু লাইভলিহুডস: এক্সপ্লোরিং এনভায়রনমেন্টাল অ্যান্ড সোসাইটাল ডায়নামিক্স” বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে সম্প্রতি আয়োজন করা হয় একাধিক আকর্ষণীয় ও চিন্তনমূলক পর্বের।

ইউসি বার্কলের অধ্যাপক ইশা রায়ের বক্তব্যে উঠে আসে অনুষ্ঠানের মূল সুর। পরবর্তীতে অধ্যাপক শাশ্বতী মুখার্জি, অধ্যাপক লক্ষ্মী শিবরামকৃষ্ণন এবং ডঃ প্রিয়াঙ্ক প্রভীন প্যাটেলের আলোচনায় ধরা পড়ে ভূ-দৃশ্য ও পরিবেশ সংক্রান্ত নানান দৃষ্টিভঙ্গি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পড়ুয়াদের মোট আটটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

শিক্ষার্থীদের জন্য ছিল দুটি অভিনব প্রতিযোগিতা। একদিকে টেরা স্ট্র্যাটেজি সিমুলেশন-এ বিভিন্ন দল পরিবেশগত ও নগর সমস্যার সমাধানে কর্মপরিকল্পনা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। অন্যদিকে টেরা স্কাল্প্ট-এ শিক্ষার্থীরা ভূমিরূপের মডেল তৈরি করে ভূপ্রকৃতিকে জীবন্ত আকার দেয়। পাশাপাশি টেরা স্টুডিও নামক একটি অনলাইন রিল-মেকিং প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। ছিল ভূগোল বিভাগের পুনর্মিলন উৎসব ‘হোমকামিং’।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande