
মুর্শিদাবাদ, ১৮ জানুয়ারি (হি.স.): বেলডাঙা কাণ্ডে এবার গ্রেফতার আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম-র এক নেতা মতিউর রহমান। উসকানি ও জনতাকে ক্ষেপিয়ে অশান্তি পাকানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে। তাঁকে বেলডাঙায় হওয়া অশান্তির মূলচক্রী হিসাবে চিহ্নিত করেছে পুলিশ।
হায়দরাবাদে সংখ্যালঘুদের দল এআইএমআইএম। এই দলের শাখা রয়েছে বাংলায়। সেই দলের বেলডাঙা ১ ব্লকের সভাপতি মতিউর রহমান। তাঁকেই অশান্তি পাকানোর মূলচক্রী হিসাবে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতেই স্থানীয় বডুয়া মোড় থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সরকারি সম্পত্তি ভাঙচুর, মারধর ও উসকানি দেওয়ার অভিযোগে এই নেতাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সূত্র থেকে পাওয়া ভিডিওতে দেখা গিয়েছে মতিউর মারধর ও ভাঙচুর করছে। তা দেখেই মতিউরকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত হয়ে মুর্শিদাবাদের বেলডাঙা। জাতীয় সড়ক অবরোধ, ট্রেন অবরোধ ও ভাঙচুর, সাংবাদিকদের মারধর দিনভর একের পর ঘটনায় উত্তপ্ত হতে থাকে এই এলাকা। এসপি কুমার সানি রাজ জানিয়েছিলেন, “কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের সিসিটিভি ফুটেজ, ভিডিও দেখে শনাক্ত করা হবে। যেখানেই থাক তাঁদের গ্রেফতার করা হবে।” তারপরই শনিবার রাতে গ্রেফতার করা হয় মতিউর রহমানকে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ