ভোটবাক্স খুললে যেন বিজেপি নেতারা চোখে সর্ষে ফুল দেখে: অভিষেক বন্দ্যোপাধ্যায়
বারাসত, ১৯ জানুয়ারি (হি.স.): বারাসতের সভা থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রের উদ্দেশে তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের সোমবারের রায় প্রসঙ্গে অভিষেক বলেন, এসআইআর নিয়ে বিজেপি-র খেলা শেষ। আজ কোর
অভিষেক বন্দ্যোপাধ্যায়


বারাসত, ১৯ জানুয়ারি (হি.স.): বারাসতের সভা থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রের উদ্দেশে তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের সোমবারের রায় প্রসঙ্গে অভিষেক বলেন, এসআইআর নিয়ে বিজেপি-র খেলা শেষ। আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব।

বিজেপি-কে হারানোর জন্য লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক। তৃণমূল নেতা বলেন, যারা এদের ভোট দেয় না মুখ ফিরিয়েছে, সে কারণে শায়েস্তা করতে বাংলার এক কোটি মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত। বলছে বাংলা বলে কোনও ভাষা নেই। বাংলা মানেই বাংলাদেশি ভাষা। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কী ভাষায় কবিতা লিখতেন? যাঁরা আমাদের ভাষাকে অপমান করে তাঁদের জবাব দিতে হবে। ৩৩-০ তৃণমূলের পক্ষে করতে হবে। সব জায়গায় জোড়াফুল ফোটাতে হবে। ভোটবাক্স খুললে যেন বিজেপি নেতারা চোখে সর্ষে ফুল দেখে। এটা বিজেপিকে হারানোর নির্বাচন। বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন। বিধানসভা ধরে নয়, বুথ ধরে ধরে শিক্ষা দিতে হবে। এমন শিক্ষা দেবেন যাতে আগামী ১০০ বছর বাংলার দিকে নজর না দেয়। আপনাদের এই ভালোবাসার দাম উন্নয়ন দিয়ে চোকাব। কথা দিলাম।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande