
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর অভিযোগ, দেশের মধ্যে বাংলাতেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো নেই। গিরিরাজ বলেন, বাংলায়, তৃণমূল ইতিমধ্যেই হেরে গেছে। এ কেমন মুখ্যমন্ত্রী যার সংবিধানের প্রতি কোনও শ্রদ্ধা নেই। বাংলা সমগ্র দেশের একমাত্র রাজ্য যেখানে কোনও ফেডারেল কাঠামো নেই এবং সংবিধানকে সম্মান করা হয় না। সেখানকার হিন্দু সম্প্রদায় এবার তৃণমূলকে পরাজিত করবে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মনোনয়ন পর্ব সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, এটি সারা দেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলিকে একটি বার্তা দেয় যে কেবল বিজেপিতেই একজন কর্মী নিচু থেকে উচ্চতায় উঠতে পারেন, যেখানে কংগ্রেসে পরিবারতান্ত্রিক রাজনীতির কারণে এটি অসম্ভব।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ