
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্বতী গিরি-র জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা জানিয়েছেন। ঔপনিবেশিক শাসন নির্মূল, জনসেবা, স্বাস্থ্য পরিচর্যা, মহিলাদের ক্ষমতায়ণ এবং সাংস্কৃতিক ক্ষেত্রে পার্বর্তী গিরি-র অবদানের কথা উল্লেখ করেছেন তিনি। গতমাসের মন কি বাতে এই বিষয়টি উত্থাপিত হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।
সমাজ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, পার্বতী গিরি জির জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। ঔপনিবেশিক শাসনের অবসানের আন্দোলনে তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করেছিলেন। স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন এবং সংস্কৃতির মতো ক্ষেত্রে সমাজসেবার প্রতি তাঁর অবদান উল্লেখযোগ্য।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ