সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ গড়ার ক্ষেত্রে নিরন্তর চেষ্টার গুরুত্ব এবং অধ্যবসায় সংক্রান্ত একটি সংস্কৃত সুভাষিতম সোমবার সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, চেষ্টা ছাড়া অর্জিত সাফল্যও হাতছাড়া হতে
সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ গড়ার ক্ষেত্রে নিরন্তর চেষ্টার গুরুত্ব এবং অধ্যবসায় সংক্রান্ত একটি সংস্কৃত সুভাষিতম সোমবার সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, চেষ্টা ছাড়া অর্জিত সাফল্যও হাতছাড়া হতে পারে এবং ভবিষ্যতের সম্ভাবনাও বিলীন হয়ে যেতে পারে। ধারাবাহিক চেষ্টার মাধ্যমে অর্জিত সাফল্য থেকে যায় এবং সমৃদ্ধি সুনিশ্চিত হয়।

এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন:

অনুত্থানে ধ্রুবো নাশঃ প্রাপ্তস্যনগতস্য চ।

প্রপ্যতে ফলমুত্থানল্লভতে চর্থসম্পদম্।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande