এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে অবরোধ বিক্ষোভ তৃণমূলের
হুগলি, ১৯ জানুয়ারি (হি.স.): এসআইআর শুনানিতে মানুষকে হয়রানির অভিযোগ তুলে সোমবার হুগলি জেলার তারকেশ্বরে দু''দফায় অবরোধ করল তৃণমূল। প্রথমে তারকেশ্বর কানাড়িয়া রোডের বিডিও অফিসের সামনে অবরোধ হয়। মিনিট কুড়ি অবরোধ চলে। পরে তারকেশ্বর-বর্ধমান রোডের চাউলপট্
এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে অবরোধ বিক্ষোভ তৃণমূলের


হুগলি, ১৯ জানুয়ারি (হি.স.): এসআইআর শুনানিতে মানুষকে হয়রানির অভিযোগ তুলে সোমবার হুগলি জেলার তারকেশ্বরে দু'দফায় অবরোধ করল তৃণমূল। প্রথমে তারকেশ্বর কানাড়িয়া রোডের বিডিও অফিসের সামনে অবরোধ হয়। মিনিট কুড়ি অবরোধ চলে। পরে তারকেশ্বর-বর্ধমান রোডের চাউলপট্টিতে আধ ঘণ্টা অবরোধ হয়। দুই জায়গাতেই পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

এসআইআর নিয়ে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ হয় মুর্শিদাবাদ জেলার নওদায়। নওদার আমতলায় বিডিও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতাকর্মীরা। রাজ্য সড়ক অবরোধ করা হয় এ দিন। ব্লক অফিসে ফ্লেক্স ছিঁড়ে বিক্ষোভ দেখান অনেকে। প্রতিবাদে শামিল ছিলেন সাংসদ আবু তাহের খান, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি সহিদুল ইসলামও।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande