এবারও বিশেষ সাইকেল র‍্যালির আয়োজনের উদ্যোগ সিআইএসফ-এর
কলকাতা, ১৯ জানুয়ারি (হি.স.): সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) উপকূলবর্তী মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত করতে গত বছরের মতো এবার বিশেষ সাইকেল র‍্যালির আয়োজন করেছে। জাতীয় স্তোত্র বন্দেমাতরম রচনার ১৫০-তম বর্ষ উপলক্ষ্যে এই বছরের সাইকেল
এবারও বিশেষ সাইকেল র‍্যালির আয়োজনের উদ্যোগ সিআইএসফ-এর


কলকাতা, ১৯ জানুয়ারি (হি.স.): সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) উপকূলবর্তী মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত করতে গত বছরের মতো এবার বিশেষ সাইকেল র‍্যালির আয়োজন করেছে। জাতীয় স্তোত্র বন্দেমাতরম রচনার ১৫০-তম বর্ষ উপলক্ষ্যে এই বছরের সাইকেল র‍্যালির নামকরণ করা হয়েছে সিআইএসএফ বন্দেমাতরম কোস্টাল সাইক্লোথন। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সিআইএসএফ-এর কার্যালয়ে সোমবার এক সাংবাদিক বৈঠকে আই জি ডঃ শিখর সাহাই বলেন, আগামী ২৮ জানুয়ারি শুরু হবে সাইক্লোথন, যা শেষ হবে ২২ ফেব্রুয়ারি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই নতুন দিল্লি থেকে পতাকা নেড়ে সাইক্লোথনের সূচনা করবেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বকখালি থেকে ও গুজরাটের লখপত ফোর্ট থেকে দুটি পৃথক সাইকেল র‍্যালি বেরোবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande