জাগিরোডে অমৃত ভারত এক্সপ্ৰেসকে স্বাগত
জাগিরোড (অসম), ১৯ জানুয়ারি (হি.স.) : গতকাল রবিবার নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবর থেকে ভার্চুয়ালি রিমোট কন্ট্রোলের মাধ্যমে সকাল ১১টায় ডিব্ৰুগড়-গোমতীনগর (লখনউ) প্রথম অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্
জাগিরোডে অমৃত ভারত এক্সপ্ৰেসকে স্বাগত


জাগিরোড (অসম), ১৯ জানুয়ারি (হি.স.) : গতকাল রবিবার নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবর থেকে ভার্চুয়ালি রিমোট কন্ট্রোলের মাধ্যমে সকাল ১১টায় ডিব্ৰুগড়-গোমতীনগর (লখনউ) প্রথম অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর হাতে শুভ উদ্বোধনের পর ০৫৯৪৯ নম্বর অমৃত ভারত এক্সপ্রেসটি ডিব্রুগড় থেকে গোমতীনগরের উদ্দেশে যাত্রা করে।

ডিব্ৰুগড় রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করে ট্রেনটি মরানহাট, শিমলুগুড়ি, মরিয়নি, ফারকাটিং, ডিমাপুর, ডিফু, লামডিং, হোজাই, চাপরমুখ, জাগিরোড, গুয়াহাটি হয়ে রাত ১১টা ৫৫ মিনিটে কামাখ্যা স্টেশনে পৌঁছে। এর আগে রাত ৯টা ৪০ মিনিটে জাগিরোডে অমৃত ভারত এক্সপ্রেসকে উষ্ণ স্বাগত জানানো হয়।

অমৃত ভারত এক্সপ্রেসকে স্বাগত জানানো উপলক্ষ্যে মরিগাঁও জেলাধীন জাগিরোড স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে রেল বিভাগের উদ্যোগে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য সরকার এবং রেল মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জাগিরোডের বেশ কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ, শিল্পপতি, সমাজকর্মীর পাশাপাশি রেল দফতরের শীর্ষ কর্মকর্তারা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande