বিলোনিয়ায় ‘ডিজিটাল যুদ্ধ’ কর্মসূচিতে পুলিশের মহানির্দেশক
বিলোনিয়া (ত্রিপুরা), ১৯ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সফরে এলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ। সোমবার সকালে বিলোনিয়া ডাকবাংলোতে পৌঁছালে জেলা পুলিশ সুপার মৌরিয়া কৃষ্ণ সি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বক্তব্য রাখেন পুলিশ মহানির্দেশক


বিলোনিয়া (ত্রিপুরা), ১৯ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সফরে এলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ। সোমবার সকালে বিলোনিয়া ডাকবাংলোতে পৌঁছালে জেলা পুলিশ সুপার মৌরিয়া কৃষ্ণ সি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর পুলিশ কর্মীরা মহানির্দেশককে গার্ড অব অনার দেন।

ডাকবাংলোতে কিছু সময় কাটানোর পর দক্ষিণ জেলা আরক্ষা দফতরের উদ্যোগে সোমবার দুপুরে বিলোনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত সাইবার ক্রাইম সচেতনতামূলক কর্মসূচি ‘ডিজিটাল যুদ্ধ’ অনুষ্ঠানে যোগ দেন পুলিশের মহানির্দেশক। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে মহানির্দেশক সহ মঞ্চে উপস্থিত পুলিশ সুপার এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। সভায় জেলার বিভিন্ন থানার ওসি, ফাঁড়ির পুলিশ আধিকারিকরা ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষ্যে রাজ্য পুলিশের মহানির্দেশক সাইবার অপরাধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি ওটিপি শেয়ার না করা, পাসওয়ার্ড গোপন রাখা, ভুয়ো ই-মেল, মেসেজ ও প্রতারণামূলক কল থেকে সাবধান থাকার পরামর্শ দেন। পাশাপাশি কোনও ধরনের সাইবার অপরাধের শিকার হলে দ্রুত ১৯৩০ হেল্পলাইন নম্বরে পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

আলোচনা পর্ব শেষে এলইডি স্ক্রিনের মাধ্যমে সাইবার ক্রাইম সংক্রান্ত বিভিন্ন বিষয় বিশদভাবে তুলে ধরা হয় এবং অন্যান্যদের সঙ্গে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানের মঞ্চে রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার পুলিশ সুপার, ডিএফও, ডিইও সহ অন্যান্য আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande