
নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের তৃতীয় পর্যায়ের অধীনে ২২টি নতুন প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার, যার মধ্যে ৪১ হাজার ৮৬৩ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এই অনুমোদনগুলির মধ্যে রয়েছে মোবাইল ম্যানুফ্যাকচারিং, টেলিকম, কনজিউমার ইলেকট্রনিক্স, স্ট্র্যাটেজিক ইলেকট্রনিক্স, অটোমোটিভ এবং আইটি হার্ডওয়্যার সহ ১১টি লক্ষ্য-বিভাগের পণ্য উৎপাদন।
এই প্রকল্পগুলি দুই লক্ষ ৫৮ হাজার কোটি টাকার উৎপাদন তৈরি করবে এবং প্রায় ৩৪ হাজার সরাসরি কর্মসংস্থান তৈরি করবে বলে আশা করা হচ্ছে। শুক্রবারের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, বড় ধরনের সংস্কার বাস্তবায়ন এবং বাস্তবায়নের গতি ত্বরান্বিত করা মোদী সরকারের মূল বৈশিষ্ট্য। তিনি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নির্মাতাদের ডিজাইন দল গঠনের জন্য উৎসাহিত করেছেন, বিশেষ করে একটি সাধারণ ডিজাইন ইকোসিস্টেমের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ