
নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): ঘন কুয়াশার কারণে শুক্রবার দিল্লি বিমানবন্দরে ৬৬টি উড়ান বাতিল করা হয়েছে। এর মধ্যে ৩২টি দিল্লিতে আসার এবং বাকি ৩৪টি অন্যত্র যাওয়ার উড়ান ছিল। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ গত ১০ ডিসেম্বর থেকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালকে আনুষ্ঠানিক ভাবে 'কুয়াশার সময়কাল' হিসাবে ঘোষণা করেছে। উল্লেখ্য, কুয়াশার প্রভাবে এদিন সকালে দিল্লিতে রেল পরিষেবাও প্রভাবিত হয়েছে। আগেই কয়েকদিন উত্তর ভারতের একাধিক রাজ্যে ঘন কুয়াশার পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ