বাঁকুড়ায় দাঁতালের তাণ্ডবে নষ্ট কয়েক বিঘা জমির ফসল
বাঁকুড়া, ২ জানুয়ারি (হি.স.): দাঁতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মানুষ। বৃহস্পতিবার রাতে হাতিটি বিষ্ণুপুর রেঞ্জের বাসুদেবপুর বিটে ঢুকে পড়ে। খবর পেয়ে বনকর্মীরা গিয়ে স্থানীয়দের নিয়ে খোঁজ করেও কুয়াশার মধ্যে হাতিটির সন্ধান পায়নি। কি
বাঁকুড়ায় দাঁতালের তাণ্ডবে নষ্ট কয়েক বিঘা জমির ফসল


বাঁকুড়া, ২ জানুয়ারি (হি.স.): দাঁতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মানুষ। বৃহস্পতিবার রাতে হাতিটি বিষ্ণুপুর রেঞ্জের বাসুদেবপুর বিটে ঢুকে পড়ে। খবর পেয়ে বনকর্মীরা গিয়ে স্থানীয়দের নিয়ে খোঁজ করেও কুয়াশার মধ্যে হাতিটির সন্ধান পায়নি। কিন্তু শুক্রবার সকালে এলাকাবাসী দেখেন, হাতিটি ওই রাতে জমিতে নেমে বেশ কয়েক বিঘা জমির ফসল পায়ে মাড়িয়ে নষ্ট করেছে। হাতিটি এ দিন স্থানীয় গুড়ুরবাসার জঙ্গলে রয়েছে। বন দফতর সূত্রে জানা গেছে, দু'টি হাতির সঙ্গে ওই দাঁতাল কয়েক দিন আগে গড়বেতা থেকে বিষ্ণুপুরের পাঞ্চেত বনবিভাগে আসে। হাতি দু'টি জয়পুর হয়ে বাঁকুড়া উত্তর বনবিভাগে চলে গেলেও দাঁতলটি এখানেই রয়ে গিয়েছে। বুধবার দাঁতালটি বাঁকাদহ এলাকার একটি বাড়িতে ভাঙচুর চালায়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande