এগরার জুমকিতে ভয়াবহ ডাকাতির চেষ্টা বানচাল, তরোয়ালের কোপে জখম সোনা ব্যবসায়ী ও তাঁর বন্ধু
এগরা, জানুয়ারি ( হি. স.) : পূর্ব মেদিনীপুরের এগরা থানার অন্তর্গত জুমকি এলাকায় শুক্রবার ভোররাতে ভয়াবহ ডাকাতির ছক বানচাল করলেন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনায় সোনা ব্যবসায়ী সহ দু’জন গুরুতর জখম হয়েছেন। এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জান
ডাকাতি বানচাল


এগরা, জানুয়ারি ( হি. স.) : পূর্ব মেদিনীপুরের এগরা থানার অন্তর্গত জুমকি এলাকায় শুক্রবার ভোররাতে ভয়াবহ ডাকাতির ছক বানচাল করলেন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনায় সোনা ব্যবসায়ী সহ দু’জন গুরুতর জখম হয়েছেন। এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১০টা নাগাদ জুমকি এলাকার সোনা ব্যবসায়ী যীশু কামিলা দোকান বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি বাইকে করে আসা তিন দুষ্কৃতী হঠাৎ তাঁর হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। যীশু বাধা দিতে গেলে ডাকাতের দল মাছ কাটার তরোয়াল দিয়ে তাঁকে কোপায়। নির্জন রাস্তায় তাঁর চিৎকার কেউ শুনতে না পেলে তিনি মোবাইল ফোনে এক বন্ধুকে খবর দেন।খবর পেয়ে বন্ধু সান্টু জানা চাটলা বাজার এলাকায় দুষ্কৃতীদের বাইক আটকানোর চেষ্টা করেন। সেই সময় তাকেও তরোয়াল দিয়ে মাথায় আঘাত করা হয়। এর মধ্যেই বাজারের লোকজন ও গ্রামবাসীরা ছুটে এলে ডাকাতের দল নিজেদের বাইক, তরোয়াল, জুতো ও জ্যাকেট ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যেই ওড়িশা সীমান্ত থাকায় পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এগরার এসডিপিও, এগরা থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী। রাতেই গোটা গ্রাম ও আশপাশের এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে দুষ্কৃতীদের ধরতে। আহত দু’জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande