
আগরতলা, ২ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরার পর্যটন পরিমণ্ডলে যুক্ত হতে চলেছে এক নতুন আকর্ষণ। আগামী ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জিরানিয়ার শচীননগর কলোনিতে এক আধুনিক ইকো-ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম ও ওয়াটার পার্ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
স্বদেশ দর্শন ২.০ প্রকল্পের অন্তর্ভুক্ত এই বহুমুখী পর্যটন কেন্দ্রটি কলকাতার নিকো পার্কের আদলে তৈরি হচ্ছে। পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচন করার পাশাপাশি এটি জিরানিয়া ও আশপাশের এলাকার মানুষের বহু দিনের প্রত্যাশা পূরণ করবে বলে মনে করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পূর্বে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী শুক্রবার মহকুমা শাসক, ঊর্ধ্বতন আধিকারিক এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেন। অনুষ্ঠানের প্রস্তুতি ও প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়।
মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, “এই প্রকল্প ত্রিপুরার পর্যটন সম্ভারকে সমৃদ্ধ করবে। পাশাপাশি বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং জিরানিয়া অঞ্চলের সামগ্রিক অবকাঠামো উন্নত হবে।”
স্থানীয় বাসিন্দাদের মতে, এই প্রকল্পের সূচনা জিরানিয়ার উন্নয়ন যাত্রায় এক ঐতিহাসিক মুহূর্ত। এলাকাজুড়ে ইতিমধ্যেই প্রত্যাশার আবহ বিরাজ করছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে জিরানিয়া প্রস্তুত হচ্ছে এক বৃহৎ অনুষ্ঠানের জন্য। ত্রিপুরা তার পর্যটন মানচিত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যোগ করার অপেক্ষায়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ