আহমেদাবাদের আন্তর্জাতিক পুষ্প প্রদর্শনীর প্রশংসা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদের আন্তর্জাতিক পুষ্প প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেছেন।তিনি জানান, এই আয়োজন সৃজনশীলতা, স্থায়িত্ব এবং সব সম্প্রদায়ের অংশগ্রহণের মেলবন্ধনের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেছে
আহমেদাবাদের আন্তর্জাতিক পুষ্প প্রদর্শনীর প্রশংসা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদের আন্তর্জাতিক পুষ্প প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেছেন।তিনি জানান, এই আয়োজন সৃজনশীলতা, স্থায়িত্ব এবং সব সম্প্রদায়ের অংশগ্রহণের মেলবন্ধনের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এই প্রদর্শনী শহরের প্রাণবন্ত চেতনা এবং প্রকৃতির প্রতি ভালোবাসাকে তুলে ধরে। তিনি বছরের পর বছর ধরে পুষ্প প্রদর্শনীর অগ্রগতিরও প্রশংসা করেন।

উল্লেখ্য, এই প্রদর্শনী এবারে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের দু'টি পুরস্কার পেয়েছে। এখানে বিশ্বের বৃহত্তম ফুলের ম্যান্ডেলা তৈরি করা হয়েছে। ফুল দিয়ে সাজিয়ে নির্মাণ করা হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের বিশ্বের বৃহত্তম প্রতিকৃতি। এই নিয়ে টানা তিনবার আহমেদাবাদের পুষ্প প্রদর্শনীর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande