
নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শুক্রবার বলেছেন, মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে, মহারাষ্ট্রের পালঘরের বিরার ও বৈসারের মধ্যে সংযোগকারী প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ তৈরি, এক বড়সড় মাইল ফলক স্পর্শ করেছে। পালঘরে হাই স্পিড টানেল ব্রেক থ্রু প্রোগ্রামে, ভার্চুয়ালি ভাষণে রেলমন্ত্রী বলেন, মোট ৭ টি পাহাড়–সুড়ঙ্গ এবং একটি সমুদ্র-সুড়ঙ্গ রয়েছে এই প্রকল্পে। গতকালই তিনি জানান, আগামী বছরের ১৫ আগস্ট ভারত সম্ভবত প্রথম বুলেট ট্রেন পরিষেবা পেতে চলেছে। গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, মুম্বই-আমেদাবাদের মধ্যে প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে। প্রথম পর্যায়ে এই ট্রেন চলবে সুরাট থেকে বিলিমোরা এবং পরবর্তী পর্যায়ে তা সুরাট থেকে ভাপি পর্যন্ত চলবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ