বৌবাজারে লরির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর
কলকাতা, ২ জানুয়ারি (হি.স.): রাতের কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর| জানা গেছে, লরির ধাক্কায় মৃত্যু হয় ওই সাইকেল আরোহী ১৬ বছরের এক কিশোরের। মৃতের নাম মান্না আলম। ওই কিশোর আদতে বিহারের পূর্ণিয়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে,
বৌবাজারে লরির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর


কলকাতা, ২ জানুয়ারি (হি.স.): রাতের কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর| জানা গেছে, লরির ধাক্কায় মৃত্যু হয় ওই সাইকেল আরোহী ১৬ বছরের এক কিশোরের। মৃতের নাম মান্না আলম। ওই কিশোর আদতে বিহারের পূর্ণিয়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বৌবাজার থানার কলুটোলা স্ট্রিটে। জখম নাবালককে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়| সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande