অসমের চুড়াইবা‌ড়ি‌তে বজেয়াপ্ত ২৪ লক্ষাধিক টাকার কফ সিরাপ, গ্রেফতার দুই
বাজা‌রিছড়া (অসম), ২ জানুয়ারি (হি.স.) : ফের বিপুল প‌রিমাণের নেশাজা‌তীয় কফ সিরাপ–বোঝাই ল‌রি ধরা পড়েছে অসমের শ্রীভূমি জেলান্তর্গত বাজা‌রিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবৰ্তী চুড়াইবা‌ড়ি‌তে। অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবৰ্তী চুড়াইবা‌ড়
চুড়াইবা‌ড়ি‌তে বিপুল প‌রিমাণের কফ সিরাপ বাজেয়াপ্ত,  গ্রেফতার দুই


বাজা‌রিছড়া (অসম), ২ জানুয়ারি (হি.স.) : ফের বিপুল প‌রিমাণের নেশাজা‌তীয় কফ সিরাপ–বোঝাই ল‌রি ধরা পড়েছে অসমের শ্রীভূমি জেলান্তর্গত বাজা‌রিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবৰ্তী চুড়াইবা‌ড়ি‌তে।

অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবৰ্তী চুড়াইবা‌ড়ি‌তে অবস্থিত পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, আজ শুক্রবার সকা‌লে এএস ২৮ এসি ২০৪০ নম্ব‌রের এক‌টি ছয় চাকার ফল–বোঝাই ল‌রি গেটে আসে। তাঁর নেতৃত্বে লরিতে তালাশি চালান পুলিশকর্মীরা। তালাশিতে ফল–বোঝাই ল‌রির ফলের ট্র্যার ভেতর থে‌কে ২,৪২৩ শিশি নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার হয়।

এর সঙ্গে ল‌রির চালক নুরুল হক এবং সহ-চাল‌ক রাজু আহ‌মেদকে আটক ক‌রা হয়। ধৃত‌দের বা‌ড়ি যথাক্রমে অসমের বর‌পেটা জেলার কলগা‌ছি এবং খোয়াগা‌ছি‌তে। ওয়াচপোস্টের ইনচার্জ জানান, প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পাথারকা‌ন্দি সম‌-জেলার পুলিশ সুপার অনির্বাণ শর্মা। ‌তি‌নি জানান, লরি‌টি অস‌মের বরপেটা থে‌কে যাত্রা ক‌রে ত্রিপুরায় যাচ্ছিল। পুলিশ সুপার জানান, ধৃত‌দের বিরু‌দ্ধে সু‌নি‌র্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বা‌জেয়াপ্তকৃত কফ সিরাপের কালোবাজারি মূল্যা কমপক্ষে ২৪ লক্ষ টাকার হ‌বে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande