
জয়পুর, ২০ জানুয়ারি ( হি. স.) : রাজস্থানের জয়পুরের চন্দওয়াজি এলাকায় জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের তিন সদস্য। এই ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে জাতীয় সড়ক-৪৮ -এর ওপর একটি দ্রুতগামী গাড়ি দাঁড়িয়ে থাকা একটি কন্টেনার ট্রাককে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে।
চন্দওয়াজি থানার ভারপ্রাপ্ত আধিকারিক হীরালাল সাইনি জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে নারী ও শিশু-সহ মোট আটজন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, হতাহতরা সকলেই উত্তর প্রদেশের রায়বরেলি ও বারাণসীর বাসিন্দা। তাঁরা একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় নিমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, চালক ঘুমিয়ে পড়ার কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
এই দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
হিন্দুস্থান সমাচার / সোনালি