দূষণ কমতেই দিল্লিতে তুলে নেওয়া হল গ্র্যাপ-৪
নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): দূষণের পরিমান সামান্য কমতেই রাজধানী দিল্লিতে তুলে নেওয়া হল দূষণ নিয়ন্ত্রণের সর্বোচ্চ বিধি বা গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪ (জিআরএপি বা গ্র্যাপ ৪)। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট দিল্লি-এনসিআর জুড়ে গ্রেডেড
শীতে কাঁবু দিল্লি, ঘন কুয়াশায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন


নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): দূষণের পরিমান সামান্য কমতেই রাজধানী দিল্লিতে তুলে নেওয়া হল দূষণ নিয়ন্ত্রণের সর্বোচ্চ বিধি বা গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪ (জিআরএপি বা গ্র্যাপ ৪)। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট দিল্লি-এনসিআর জুড়ে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের চতুর্থ ধাপ বাতিল করেছে। তবে, দূষণের মাত্রা নিয়ন্ত্রণের জন্য পর্যায়-১, ২ এবং ৩-এর অধীনে ব্যবস্থাগুলি কার্যকর থাকবে।

সোমবার পর্যন্ত দিল্লির বাতাসে ‘বিষের মাত্রা’ ছিল মাত্রাতিরিক্ত। বাতাসের গুণমান পৌঁছে যায় ‘অতি ভয়ানক’ পর্যায়ে। সেই পরিস্থিতি মোকাবিলা করতে রাজধানীতে সর্বোচ্চ বিধি বা গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪ (জিআরএপি ৪) জারি করা হয়। দূষণ কিছুটা কমতেই গ্র্যাপ - ৪ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণ কমিশন (কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট)।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande