উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বুধবার কর্ণাটক সফরে
নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বুধবার কর্ণাটক সফরে যাবেন। কর্ণাটক সফরের সময় উপরাষ্ট্রপতি তুমাকুরুর শ্রী সিদ্ধগঙ্গা মঠে শ্রী শিবকুমার মহাস্বামীর সপ্তম স্মারক দিবসে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। আগামীকালই উপরাষ্ট
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বুধবার কর্ণাটক সফরে


নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বুধবার কর্ণাটক সফরে যাবেন। কর্ণাটক সফরের সময় উপরাষ্ট্রপতি তুমাকুরুর শ্রী সিদ্ধগঙ্গা মঠে শ্রী শিবকুমার মহাস্বামীর সপ্তম স্মারক দিবসে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। আগামীকালই উপরাষ্ট্রপতি বেঙ্গালুরুতে সিএমআর ইনস্টিটিউট অফ টেকনোলজির রজতজয়ন্তী উদযাপনে যোগ দেবেন।

এদিকে, উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন মঙ্গলবার নতুন দিল্লির ঐতিহাসিক গান্ধী আশ্রমে হরিজন সেবক সংঘ পরিদর্শন করেন, যেখানে তিনি মহাদেব দেশাই লাইব্রেরি সম্প্রসারণের উদ্বোধন করেন। উপরাষ্ট্রপতি আশ্রমের অভ্যন্তরে অবস্থিত কস্তুরবা জাদুঘরও পরিদর্শন করেন, যেখানে ১৯৩০ এবং ১৯৪০-এর দশকে দিল্লি সফরের সময় মহাত্মা গান্ধী এবং কস্তুরবা গান্ধী অবস্থান করেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande