বুধবার রাজস্থান সফরে আসছেন মোহন ভাগবত
​জয়পুর, ২০ জানুয়ারি (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত তিন দিনের সফরে বুধবার রাজস্থান আসছেন। ​আরএসএস-এর রাজস্থান ক্ষেত্রের সঙ্ঘচালক ড. রমেশ আগরওয়াল জানিয়েছেন, ড. ভাগবত বুধবার বিমানে জয়পুর পৌঁছাবেন এবং এরপ
মোহন ভাগবত


​জয়পুর, ২০ জানুয়ারি (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত তিন দিনের সফরে বুধবার রাজস্থান আসছেন।

​আরএসএস-এর রাজস্থান ক্ষেত্রের সঙ্ঘচালক ড. রমেশ আগরওয়াল জানিয়েছেন, ড. ভাগবত বুধবার বিমানে জয়পুর পৌঁছাবেন এবং এরপর কিষাণগড়ে রাত্রিযাপন করবেন। পরের দিন, ২২ জানুয়ারি তিনি নাগৌর জেলার ছোটি খাটু-তে আয়োজিত ‘মর্যাদা মহোৎসব’-এ অংশগ্রহণ করবেন। সেখানে তিনি জৈন সন্ত আচার্য মহাশ্রমণের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কর্মসূচির পর তিনি জয়পুরে ফিরে আসবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন। ২৩ জানুয়ারি সকালে ড. ভাগবত বিমানে করে জয়পুর থেকে প্রস্থান করবেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande