
নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনন্ত জ্ঞান ও প্রজ্ঞার সারমর্মের গুরুত্ব সংক্রান্ত সংস্কৃত সুভাষিতম মঙ্গলবার সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
তিনি সমাজ মাধ্যম এক্স-এ সংস্কৃত স্তোত্র শেয়ার করেছেন| সেটি হলো :
অনন্তশাস্ত্রম্ বহুলাশ্চ বিদ্যা: অল্পশ্চ কালো বহুবিঘ্নতা চ।
য়ত্সারভূতম্ তদুপাসনিয়াম্ হংস যথা ক্ষীরমিয়াম্বুমধ্যাত্।।
এর অর্থ হল, জ্ঞান অর্জনের ক্ষেত্রে অসংখ্য ধর্মগ্রন্থ ও বহুবিধ পথ থাকলেও, মানবজীবন সময়ের সীমাবদ্ধতা এবং অসংখ্য বাধাবিপত্তির মধ্যে আবদ্ধ। তাই, রাজহাঁস যেমন জল থেকে দুধকে পৃথক করতে পারে বলে মনে করা হয়, ঠিক তেমনই জ্ঞানার্জনের ক্ষেত্রেও আমাদের শুধুমাত্র এর সারমর্মকে উপলব্ধি করতে হবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ