
লেহ, ২০ জানুয়ারি (হি.স.): লাদাখের লেহ শহরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের ষষ্ঠ সংস্করণ। লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তা খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের উদ্বোধন করেছেন। ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের খেলোয়াড়রা আইস স্পোর্টিং ইভেন্ট- হকি এবং স্কেটিং- এ প্রতিযোগিতা করবেন। ষষ্ঠ খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান এদিন লেহ-র এনডিএস স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস ২৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০২০ সাল থেকে খেলো ইন্ডিয়া স্কিমের অধীনে জাতীয় স্তরের খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস আয়োজন করা হচ্ছে এবং লাদাখ এই খেলাটি শুরু হওয়ার পর থেকেই এটি আয়োজন করে আসছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ