দেশ সর্বোপরি এই মন্ত্র নিয়ে কাজ করে বিজেপি : নিতিন নবীন
নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): দেশ সর্বোপরি এই মন্ত্র নিয়ে কাজ করে ভারতীয় জনতা পার্টি। এই বার্তা দিলেন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি। মঙ্গলবার নিতিন বলেন, আমরা ‘দেশ সর্বোপরি, দল পরে এবং নিজ স্বার্থ শেষে’—এই আদর্শ নিয়ে কাজ করি। প্রধানমন্ত্রী মোদী
নিতিন নবীন


নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): দেশ সর্বোপরি এই মন্ত্র নিয়ে কাজ করে ভারতীয় জনতা পার্টি। এই বার্তা দিলেন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি। মঙ্গলবার নিতিন বলেন, আমরা ‘দেশ সর্বোপরি, দল পরে এবং নিজ স্বার্থ শেষে’—এই আদর্শ নিয়ে কাজ করি। প্রধানমন্ত্রী মোদী আমাদের এই চিন্তাধারার সঙ্গে যুক্ত করেছেন। এটা আমাদের কর্তব্য হওয়া উচিত যে আমরা সর্বদা ‘দেশ সর্বোপরি’ নীতি নিয়ে কাজ করব।

নিতিন নবীন আরও বলেন, জনসংঘের সময় থেকে কিছু স্লোগান বিজেপি কর্মীরা তৈরি করেন: রাম লালা আমরা আসব, আমরা সেখানেই মন্দির তৈরি করব, যে কাশ্মীর যেখানে মুখার্জি শহীদ হয়েছিলেন, তা আমাদের, দুটি সংবিধান, দু'টি পতাকা, দুই প্রধানমন্ত্রী এক দেশে চলবে না। বিজেপি কর্মীরা সেই সময়টি প্রত্যক্ষ করেছেন, যখন অযোধ্যায় রাম মন্দিরের পথ প্রশস্ত হয়েছিল। জম্মু ও কাশ্মীরের জনগণ ৩৭০ ধারা থেকে মুক্তির যুগ প্রত্যক্ষ করেছেন। যখন আমরা শ্রীনগরের লাল চকে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উড়তে দেখি, তখন আমরা গর্বিত বোধ করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল, তখন কাশ্মীরের পরিবেশ বদলে গিয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande