জাতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার আগে পূজার্চনা নিতিন নবীনের
নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জাতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার আগে মঙ্গলবার সকালে বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে প্রার্থনা করলেন নিতিন নবীন। এ দিন তাঁর সঙ্গে ছিলেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব, দিল্লি সরকারে
জাতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার আগে পূজার্চনা নিতিন নবীনের


নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জাতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার আগে মঙ্গলবার সকালে বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে প্রার্থনা করলেন নিতিন নবীন। এ দিন তাঁর সঙ্গে ছিলেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব, দিল্লি সরকারের মন্ত্রী পারভেশ সাহেব সিং, মনজিন্দর সিং সিরসা এবং বিজেপির জাতীয় সহ-মিডিয়া প্রমুখ সঞ্জয় ময়ূখ।

এ দিন নিতিন নবীন প্রথমে ঝান্ডেওয়ালানে মাতা ঝান্ডেওয়ালা মন্দিরে প্রার্থনা করেন। এরপর তিনি মন্দির মার্গের বাল্মীকি মন্দির, বাবা খড়গ সিং মার্গ এর প্রাচীন হনুমান মন্দির এবং গুরুদ্বার বাংলা সাহিব পৌঁছে পূজার্চনা করেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande