
মুম্বই, ২০ জানুয়ারি, (হি স): ডলারের তুলনায় বড় পতন হল ভারতীয় মুদ্রার দামের। ১ মার্কিন ডলারের বিনিময়মূল্য প্রায় ৯১ টাকায় পৌঁছে গিয়েছে ভারতীয় মুদ্রা।
সূত্রের খবর, ২০ জানুয়ারি এই রেকর্ড ছুঁয়েছে ভারতীয় মুদ্রা। সোমবার যে দামে বন্ধ হয়েছিল মুদ্রাবাজার, মঙ্গলবার তার থেকেও ৩ পয়সা নীচে নেমে খুলেছে বাজার। ডলার প্রতি মূল্য ছিল ৯০.৯৩ টাকা। সোমবার ডলার প্রতি ৯০.৯০ টাকা দিয়ে শেষ হয়েছিল বাজার।
সোমবারই নতুন রেকর্ড তৈরি করে পতন হয়েছিল ভারতীয় মুদ্রার দামে। ১২ পয়সা নেমে প্রতি ডলারে ৯০.৯০ টাকায় থেমেছিল ভারতীয় মুদ্রা। যা ভারতীয় মুদ্রার রেকর্ড ক্লোজিং লেভেলের খুব কাছাকাছি। এর আগে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর রেকর্ড পতন দেখা গিয়েছিল ভারতীয় মুদ্রায়।
সে দিন ইন্ট্রা-ডে তে প্রতি ডলারে ৯১.১৪ টাকায় নেমেছিল ভারতীয় মুদ্রার। বন্ধ হয়েছিল ৯০.৯৩ টাকায়। ফরেক্স মার্কেট বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারের যা পরিস্থিতি তার জেরে টাকার দাম ক্রমশ পড়ে যাওয়ার সবরকম আবহাওয়া রয়েছে।
গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের দেশগুলির সঙ্গে চরম বিরোধ শুরু হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই আবহে আশঙ্কায় গোটা বিশ্বের বিনিয়োগকারীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত