
নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নতুন জাতীয় সভাপতি পেতে চলেছে। নিতিন নবীনের নাম আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ ঘোষণা করা হবে। সকাল থেকেই বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতারা বিজেপির সদর দফতরে পৌঁছে গেছেন। বিজেপির বিদায়ী জাতীয় সভাপতি জেপি নাড্ডা, এছাড়াও নীতিন গড়করি, রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ এবং মোহন যাদব সহ আরও বেশ কয়েকজন নেতাও দলীয় সদর দফতরে পৌঁছেছেন। উপস্থিত আছেন নিতিন নবীনও|
উল্লেখ্য, নিতিন নবীন সোমবার বিজেপির জাতীয় সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাঁর মনোনয়ন প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ ৩৭ জন প্রবীণ নেতা নিতিন নবীনের সমর্থনে প্রস্তাব জমা দেন। প্রসঙ্গত, নিতিন নবীন বিহারের একজন বরিষ্ঠ বিজেপি নেতা এবং তিনি বেশ কয়েকবার বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংগঠনিক এবং সরকারি উভয় ক্ষেত্রেই তাঁর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে দলীয় নেতৃত্ব তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। মনে করা হচ্ছে যে, তাঁর নেতৃত্বে বিজেপির সংগঠন আরও শক্তিশালী হবে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ