
নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): বিজেপিতে নবীন-অধ্যায়ের সূচনা। ভোটমুখী দেশের একাধিক রাজ্য। সেই আবহে বিজেপির জাতীয় সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করলেন নিতিন নবীন। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সদ্য-প্রাক্তন জাতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি। মাত্র ৪৫ বছর বয়সে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বসলেন নিতিন। তা-ও বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নবীনের প্রশংসা করে এ দিন নরেন্দ্র মোদী বলেন, নিতিনজি মিলেনিয়াল। তিনি সেই প্রজন্মের, ভারতের গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী যাঁরা।
প্রধানমন্ত্রী বলেন, নিতিন নবীন শুধু একা বিজেপিকে সামলানোর দায়িত্বই পালন করবেন না; এনডিএ-র সব শরিকদের মধ্যে সমন্বয় নিশ্চিত করার ক্ষেত্রেও তাঁর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যাঁরা তাঁর সঙ্গে মেলামেশা করেছেন, তাঁরা সকলেই তাঁর সরলতা ও সহজ স্বভাবের প্রশংসা করেন। বিজেপির যুব মোর্চার নেতৃত্ব দেওয়া হোক, বিভিন্ন রাজ্যে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করা হোক, কিংবা বিহার সরকারে অভিজ্ঞতা অর্জন করা হোক, নিতিনকে যেখানেই দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানেই তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। তাঁর নিষ্ঠা তাঁকে দায়িত্ব দেওয়া ব্যক্তিদের গর্বিত করেছে। এটি একুশ শতাব্দী এবং এই শতাব্দীর প্রথম ২৫ বছর ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে। আগামী ২৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই সময়েই একটি বিকশিত ভারত গড়ে তুলতে হবে এবং তা গড়ে তোলা হবেই।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ