
নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): অনুপ্রবেশ ইস্যুতে ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি বলেন, অনুপ্রবেশকারীরা দেশের সবচেয়ে বড় সমস্যা। এদিন দিল্লিতে বিজেপির সদর সফটরে আয়োজিত এক অনুষ্ঠানে দলের সর্বভারতীয় সভাপতি পদের দায়িত্বভার গ্রহণ করেন নিতিন নবীন।
এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী মোদী বলেন, বিশ্বের কোনও দেশই অনুপ্রবেশকারীদের গ্রহণ করে না। ভারত কখনই অনুপ্রবেশকারীদের নিজস্ব জনগণকে লুট করতে এবং দরিদ্রদের জন্য উপকারী পরিষেবা ব্যবহার করতে দেবে না। অনুপ্রবেশকারীরা আমাদের দেশের জন্য সবচেয়ে বড় হুমকি এবং তাদের ফেরত পাঠানো উচিত। যেসব রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছে তাদের অবশ্যই উন্মোচিত করতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিজেপি একটি সংস্কৃতি, বিজেপি একটি পরিবার। সদস্যপদের চেয়ে সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ। বিজেপি একটি পরম্পরা যা পদের মাধ্যমে নয়, প্রক্রিয়ার মাধ্যমে চলে। এখানে, অফিস একটি ব্যবস্থা এবং ভূমিকা একটি আজীবন দায়িত্ব। আমরা সর্বভারতীয় সভাপতি পরিবর্তন করি, কিন্তু আমাদের আদর্শ পরিবর্তন হয় না। নেতৃত্ব পরিবর্তন হয়, কিন্তু দিকনির্দেশনা পরিবর্তন হয় না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ